এক বছরে ৩৯৬ কোটি টাকারও বেশী রাজস্ব আদায়

রাজস্ব আয়ের রেকর্ড চট্টগ্রাম বিআরটিএতে

Passenger Voice    |    ০৫:১৭ পিএম, ২০২২-১১-১৬


রাজস্ব আয়ের রেকর্ড চট্টগ্রাম বিআরটিএতে

নিজস্ব প্রতিবেদক ।। চলতি অর্থ বছরে রাজস্ব আয়ের রেকর্ড করেছে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়। গত কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ রাজস্ব আয় বলছেন বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা।  ২০২১২২ অর্থবছরে ৩৯৬ কোটি ১৮ লাখ ৮১ হাজার ২৫৮ টাকা রাজস্ব আদায় করেছে।

বিআরটিএ সুত্র জানায়, ২০২১-২০২২ অর্থ বছরে মোবাইল কোর্ট পরিচালনা করে হাজার ৬৮৩টি মামলার বিপরীতে ৫৩ লাখ ২৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিআরটিএ বিভিন্ন সেবা কার্যক্রমে অনিয়ম হয়রানি এড়াতে ডিজিটালাইজড করা হয়েছে। বিআরটিএ অফিসে না এসে ঘরে বসে বিভিন্ন সেবার ফি জমা দেয়া যাচ্ছে বলে জানান,চট্টগ্রাম বিআরটিএ কর্মকর্তারা

সেবা গুলোর মধ্যে রয়েছে- মোটরযান নিবন্ধন, মালিকানা স্থানান্তর, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইস্যু নবায়ন, মোটরযানের ফিটনেস ইস্যু নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু নবায়ন এবং রুট পারমিট ইস্যু নবায়ন।

বিআরটিএ চট্টগ্রামের  উপ-পরিচালক তৌহিদুল হোসেন জানান, ‘চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় দালালমুক্ত করা হয়েছে। সেবাগ্রহিতারা যাতে কোন ধরণের হয়রানি ছাড়া সেবা পান সেজন্য সেবাগুলো ডিজিটালাইজড করা হয়েছে। মানুষ ঘরে বসে সেবা নিতে পারছেন।

তিনি জানান, চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়ে থাকে। নম্বর আদালত (আদালত-১১) ২০২১ সালের জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৭৬৮ মামলায় জরিমানা আদায় করেছে ১২ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা।

নম্বর আদালত (আদালত-১২) ২০২১ সালের জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ২৮৪ মামলায় জরিমানা আদায় করেছে লাখ হাজার ৯০০ টাকা।  নম্বর (আদালত-১৩) ২০২১ সালের জুন থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হাজার ৬৩১ মামলায় জরিমানা আদায় করেছে ৩৬ লাখ ২৫ হাজার ৭০০ টাকা।

পিভি/জেএম/ডেস্ক